২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

প্রবন্ধ : আমাদের লোকশিল্প
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১০। কোন আন্দোলনের স্বাক্ষর উদ্ধৃতাংশের খাদি কাপড়?
ক) স্বদেশী আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) গণঅভ্যুত্থান
ঘ) ভাষা আন্দোলন
১১। কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
ক) মসলিন
খ) জামদানি
গ) নকশিকাঁথা
ঘ) খাট-পালঙ্ক
১২। সিলেটের মনিপুরী মেয়েরা কোন অঞ্চলের অধিবাসী?
ক) মাছিমপুর
খ) জৈন্তাপুর
গ) দিমহি
ঘ) শাল্লা
১৩। জামদানি শাড়ির জন্য কোনটি প্রয়োজনীয়?
ক) উচ্চ তাপমাত্রা
খ) আর্দ্রতা
গ) নদীর পানি
ঘ) বৃষ্টির পানি
১৪। খাদির বৈশিষ্ট্য কী?
ক) এটি অত্যন্ত টেকসই
খ) এটি সাধারণ মানুষের ব্যবহার্য
গ) এটি অত্যন্ত কম দামের
ঘ) এটি হাতে তৈরি
১৫। কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কী?
ক) বাস্তবধর্মিতা
খ) জনপ্রিয়তা
গ) প্রতীকধর্মিতা
গ) সৃজনধর্মিতা
১৬। লেখক কামরুল হাসান কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ১৯২১ খ্রিস্টাব্দে
খ) ১৯১২ খ্রিস্টাব্দে
গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৮২ খ্রিস্টাব্দে
১৭। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক) একটি গ্রামীণ লোকশিল্প গ্রন্থ থেকে
খ) আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে
গ) আমাদের কৃষ্টি গ্রন্থ থেকে
ঘ) একটি পরিবারের কাহিনী গ্রন্থ থেকে
১৮। লোকশিল্পের কোন উপকরণটি অধুনা বিলুপ্ত হয়েছে?
ক) খুলনার মাদুর
খ) সিলেটের শীতল পাটি
গ) কুমিল্লার আদ্দি
ঘ) ঢাকাই মসলিন
আমাদের দেশীয় বাসনপত্রের কয়েকটি উপকরণ নিচে লক্ষ করো :
i) তামা, মাটি
ii) লোহা, রুপা
iii) কাঁসা, পিতল
১৯। ওপরের কোন তৈরি দ্রব্যটি অতীতে অধিক প্রচলিত ছিল?
ক) i
খ) i ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর : ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ।


আরো সংবাদ



premium cement